প্রকৃত মজুরি : দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার অভাব পূরণের জন্য শ্রমিক তার আর্থিক মজুরি দিয়ে যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করে এবং কর্মস্থল থেকে যেসব সুযোগ-সুবিধা লাভ করে এ দুয়ের সমষ্টি হলো প্রকৃত মজুরি।
আর্থিক মজুরি : কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক তার কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে পরিমাণ অর্থ পায়, তাকে আর্থিক মজুরি বলা হয়। যেমন– একজন শ্রমিক তার এক মাসের কাজের বিনিময়ে ৫,০০০ টাকা পায়। এটাই হলো তার আর্থিক মজুরি।
আরো পড়ুনঃ-
২। দাম ব্যবস্থা কি? What is Price System in Bengali/Bangla?
৩। অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ এবং ‘নির্বাচন’ কি?
৪। প্রকৃত মজুরি ও আর্থিক মজুরি বলতে কি বুঝায়?
৭ । ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়?
৯। মূল্য সংযোজন কর বা VAT কি? VAT কীভাবে নির্ধারণ করা হয়?
১০। রেওয়ামিল কি?