বিনিময় বিল কাকে বলে?

আমদানি-রপ্তানি বাণিজ্যের দেনা-পাওনা মিটানাের ক্ষেত্রে বিনিময় বিল একটি গুরুত্বপূর্ণ দলিল। দলিলের মাধ্যমে রপ্তানিকারক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, নির্দিষ্ট সময়ে বা চাহিবা মাত্র প্রাপককে অথবা তার নির্দেশ মতাে অন্য কোন ব্যক্তিকে পরিশােধের জন্য আমদানিকারককে নির্দেশ প্রদান করে তাকে বিনিময় বিল বলে। জাহাজে পণ্য বােঝাই করার পর রপ্তানিকারক চালানি রসিদ, বীমাপত্র ইত্যাদির সাথে বিনিময় বিলও আমদানি কারকের নিকট ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে থাকে। ব্যাংক বিনিময় বিল আমদানিকারকের নিকট উপস্থাপন করে ইহার অর্থ বা স্বীকৃতি দাবি করে। স্বীকৃতি পাবার পর তা রপ্তানিকারকের নিকট পাঠিয়ে দেয়। রপ্তানিকারক ইচ্ছে করলে মেয়াদপূর্ণতার পূর্বে বা পরে বিনিময় বিল ব্যাংক থেকে ভাংগিয়ে নিতে পারে।


আরো পড়ুনঃ-

১। মোট সামগ্রিক আয়।

২। দাম ব্যবস্থা কি? What is Price System in Bengali/Bangla?

৩। অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ এবং ‘নির্বাচন’ কি?

৪। প্রকৃত মজুরি ও আর্থিক মজুরি বলতে কি বুঝায়?

৫। রাইট শেয়ার কি?

৬। বিনিময় বিল কাকে বলে?

৭ । ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়?

৮। বিনিয়োগ বলতে কি বুঝায়?

৯। মূল্য সংযোজন কর বা VAT কি? VAT কীভাবে নির্ধারণ করা হয়?

১০। রেওয়ামিল কি?

১১। জাবেদা ও খতিয়ানের পার্থক্য কি?

১২। মজুরি কি? মজুরি কত প্রকার ও কি কি?