তারল্য হলাে কোনাে সম্পত্তির কম ক্ষতিতে দ্রুত নগদ অর্থে রূপান্তরযােগ্যতা। ব্যাংকিং আইন অনুযায়ী ব্যাংক তার আমনতকারীর অর্থ চাহিবামাত্র ফেরৎ দিতে বাধ্য। যে নীতির আওতায় ব্যাংকসমূহ নিজের কাজে নগদ অর্থ ও তরল সম্পদ সংরক্ষণ করে অবশিষ্ট অংশ ঋণ দেয় ও বিনিয়ােগ করে তাকেই ব্যাংকের তারল্য নীতি বলা হয়।
আরো পড়ুনঃ-
২। দাম ব্যবস্থা কি? What is Price System in Bengali/Bangla?
৩। অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ এবং ‘নির্বাচন’ কি?
৪। প্রকৃত মজুরি ও আর্থিক মজুরি বলতে কি বুঝায়?
৭ । ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়?
৯। মূল্য সংযোজন কর বা VAT কি? VAT কীভাবে নির্ধারণ করা হয়?
১০। রেওয়ামিল কি?