রেওয়ামিল কি?

খতিয়ানের হিসাবগুলাের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনাে নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলােকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয়, তাকেই রেওয়ামিল বলে। রেওয়ামিলের ডেবিট দিকের যােগফল ক্রেডিট দিকের যােগফলের সমান হলে সাধারণত ধরে নেওয়া হয় যে, খতিয়ানে কোনাে গাণিতিক ভুল নেই। অপর পক্ষে দুই দিকের যােগফল সমান না হলে বুঝতে হবে দু তরফা দাখিলা অনুসারে হিসাব সংরক্ষণে কোন ভুল-ত্রুটি আছে।


আরো পড়ুনঃ-

১। মোট সামগ্রিক আয়।

২। দাম ব্যবস্থা কি? What is Price System in Bengali/Bangla?

৩। অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ এবং ‘নির্বাচন’ কি?

৪। প্রকৃত মজুরি ও আর্থিক মজুরি বলতে কি বুঝায়?

৫। রাইট শেয়ার কি?

৬। বিনিময় বিল কাকে বলে?

৭ । ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝায়?

৮। বিনিয়োগ বলতে কি বুঝায়?

৯। মূল্য সংযোজন কর বা VAT কি? VAT কীভাবে নির্ধারণ করা হয়?

১০। রেওয়ামিল কি?

১১। জাবেদা ও খতিয়ানের পার্থক্য কি?

১২। মজুরি কি? মজুরি কত প্রকার ও কি কি?