প্রমাণ তাপমাত্রা ও চাপ কি?

সাধারণত 0°C বা 273 K তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা এবং 1 atm বা 101.325 kPa চাপকে প্রমাণ চাপ ধরা হয়। বিজ্ঞানের বিভিন্ন আলােচনায় এবং গাণিতিক হিসাব নিকাশে প্রায়শ প্রমাণ তাপমাত্রা ও চাপ উল্লেখ বা ব্যবহৃত হয়। একে কখনও কখনও আদর্শ তাপমাত্রা ও চাপ বা স্বাভাবিক তাপমাত্রা ও চাপও বলা হয়। ইংরেজিতে সাধারণত STP বা NTP বলে।

প্রমাণ তাপমাত্রা : যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এটি 0°C এবং এস. আই. এককে বা পরম তাপমাত্রার স্কেলে এটি 273K।

প্রমাণ চাপ : সমুদ্র পৃষ্ঠের 45° অক্ষাংশে 273K তাপমাত্রায় 76 cm উচ্চতার শুষ্ক ও বিশুদ্ধ পারদ স্তম্ভ যে চাপ প্রয়ােগ করে তাকে প্রমাণ চাপ ধরা হয়। এই চাপের পরিমাণ
p = hρg (এখানে h পারদ স্তম্ভের উচ্চতা = 0.76 m, পারদের ঘনত্ব ρ = 13596 Kgm−3 এবং g অভিকর্ষজ ত্বরণ = 9.806 ms−2)
= 0.76 m × 13596 Kgm−3 × 9.806 ms−2
= 1.013×105 Nm−2
= 1.013×105 Pa (প্যাসকেল)
প্রমাণ তাপমাত্রা ও চাপকে S. T. P বা NTP বলা হয়।


আরো পড়ুনঃ-

১। স্থায়ী ও অস্থায়ী খরতার পার্থক্য কি?

২। প্রাইমারি দূষক ও সেকেন্ডারি দূষক কাকে বলে?

৩। গৌণ বায়ুদূষক কাকে বলে?

৪। তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?

৫। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল কাকে বলে? দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের তুলনা লিখ।

৬। মোলার পরিবাহিতা ও তুল্য পরিবাহিতা কাকে বলে?

৭। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ এর সুবিধা ও অসুবিধা কি?

৮। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ।

৯। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?

১০। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।

১১। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।

১২। পারমাণবিক শাঁস কাকে বলে? কীভাবে পারমাণবিক শাঁস গঠিত হয়?

১৩। উভমুখী বিক্রিয়া কাকে বলে? সকল বিক্রিয়াই কি উভমুখী?

১৪। ন্যানো পার্টিক্যাল (Nanoparticle) কি? ন্যানো পার্টিক্যাল এর বৈশিষ্ট্য।

১৫। পরম তাপমাত্রা স্কেল কাকে বলে?

১৬। বায়ু দূষক কাকে বলে?