বৃষ্টির পানি ও তুষার গলা পানি ভূপৃষ্ঠের বিভিন্ন সচ্ছিদ্র কঠিন পদার্থ যেমন– মাটি, বালি, পাথর ইত্যাদি স্তর ভেদ করে ভূ-গর্ভে প্রবেশ করার সময় পরিস্রুত হয়ে যখন কাঁদা, গ্রানাইট, স্লেট ইত্যাদি অভেদ্য স্তরে পৌঁছে তখন তা জমা হয়ে থাকে। এ পানির মধ্যে মাটির বিভিন্ন দ্রবণীয় লবণ যেমন– K, NaNa, Ca, Mg লবণ ও অন্যান্য বেশ কিছু গ্যাসীয় উপাদান (NH3 ও জৈব পদার্থ ব্যতীত) দ্রবীভূত থাকে। গভীর নলকূপের মাধ্যমে উত্তোলন যোগ্য এই পানিতে খনিজ লবণ দ্রবীভূত থাকে বলে একে খনিজ পানি বলা হয়।
আরো পড়ুনঃ-
১। স্থায়ী ও অস্থায়ী খরতার পার্থক্য কি?
২। প্রাইমারি দূষক ও সেকেন্ডারি দূষক কাকে বলে?
৪। তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?
৫। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল কাকে বলে? দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের তুলনা লিখ।
৬। কার্বন চক্র কাকে বলে? (Carbon cycle in Bengali)
৭। পানি চক্র কাকে বলে? পানি চক্রের গুরুত্ব কি? (Water cycle in Bengali)
৮। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ।
৯। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?
১০। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।
১১। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।
১২। পারমাণবিক শাঁস কাকে বলে? কীভাবে পারমাণবিক শাঁস গঠিত হয়?
১৩। উভমুখী বিক্রিয়া কাকে বলে? সকল বিক্রিয়াই কি উভমুখী?
১৪। নাইট্রোজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন?
১৫। প্রমাণ তাপমাত্রা ও চাপ কি?